বাজারে এলজির নতুন মনিটর

টেকআলো প্রতিবেদক:
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত এলজি বাংলাদেশে নিয়ে এসেছে এলজি ৩২এমএল৬০০এম-বি ৩২ ইঞ্চ মনিটর।
৩১.৫ ইঞ্চের ফুল এইচডি প্যানেলটি আইপিএস প্যানেল যার এসপেক্ট রেশিও ১৬:৯। ১৬.৭ মিলিয়ন কালার ডেপথের মনিটোরটি দিতে পারবে অসাধারন পিকচার কোয়ালিটি। এছাড়া এইচডিআর টেন সাপোর্টেড এই মনিটরটি ডিসিআই-পি থ্রি ৯৫%। মনিটরটি হাই ডেফিনেশন ছবির পাশাপাশি এলজি ফ্যাক্টরি কালার ক্যালিব্রেটেড হওয়ায় মনিটরটি ভালো মানের বাস্তব রঙ দেখাতে সক্ষম। ফটো, ভিডিও এডিটিং অথবা কাজের জন্য বড় মনিটর খুজছেন তাদের কথা মাথায় রেখে এই মনিটরটি প্রস্তুত করেছে এলজি। মনিটরটি এন্টি গ্ল্যেয়ার মনিটর যাতে আছে থ্রি এইচ কোটিং এবং এর কন্ট্রাস্ট রেশিও ১২০০:১।
ডাইনামিক একশন সিংক থাকায় এটি গেমিং করার জন্য ভালো একটি মনিটর। ডি-সাব এবং এইচডিএমআই দুটি পোর্টেই সর্বোচ্চ ৭৫ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে মনিটরটি। এছাড়া মনিটরটির রেন্সপন্স টাইম ৫ মিলিসেকন্ড। ফ্লিকার ফ্রী মনিটরটিতে ব্ল্যাক স্ট্যাবিলাইজার ফিচার আছে।
স্মার্ট এনার্জি সেভিং যুক্ত মনিটরটি ওয়াল মাউন্ট করার সুবিধা রয়েছে।
৩ বছরের ওয়াররেন্টি সহ ২৯ হাজার ৫০০ টাকা মূল্যের মনিটরটি পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোন শাখাসহ সারা বাংলাদেশে।