
টেকআলো প্রতিবেদক:
রাজধানীর বনানীতে নতুন আইটি রিটেইল শপ চালু করলো আইটি রিটেইল চেইন প্রতিষ্ঠান এরনা লিমিটেড। ২১ সেপ্টেম্বর এরনা লিমিটেড এর নতুন শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। শোরুম উদ্বোধনকালে তিনি বলেন, “বনানীর কামাল আতাতুর্ক এলাকাটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ন এলাকা। তাই, এখানকার আইটি ইউজারগন যেন নিশ্চিন্ত মনে এক ছাদের নীচে বিশ্বসেরা এবং গুনগত মানসম্পন্ন সকল ব্রান্ডের আইটি পন্য কিনতে পারেন, সেজন্যই এরনা লিমিটেড এর এই শাখাটি চালু করা হলো।”
বলা বাহুল্য, বনানী শাখাটি এরনা লিমিটেড এর ৫ম শোরুম। শোরুমটি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে সফুরা টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। বনানী ছাড়াও রাজধানীর যমুনা ফিউচার পার্ক, জহির স্মার্ট টাওয়ার, মাল্টিপ্লান সেন্টার এবং পুলিশ প্লাজাতে এরনার শোরুম রয়েছে।