ড. আনিসুজ্জামান ছিলেন একটি উজ্জ্বল নক্ষত্র -মোস্তাফা জব্বার

টেকআলো ডেস্ক:
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় বলেন, জাতীয় অধ্যাপক প্রফেসর আনিসুজ্জামান ছিলেন একটি উজ্জল নক্ষত্র। তার মৃত্যুতে জাতি এক অমূল্য রত্নকে হারালো। ৫২ এর বাংলা ভাষা আন্দোলন, উনসত্তুরের গণ আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন, বাংলা ভাষা ও সাহিত্যে তার অনুসন্ধানী গবেষণা এবং শিক্ষা বিস্তারে তার অবদান চিরদিন তার স্মৃতিকে স্মরণ করবে। বাংলা ভাষা ও সাহিত্যের একজন ছাত্র হিসেবে জনাব মোস্তাফা জব্বার তার স্মৃতি স্মরণ করে বলেন, তার মৃত্যুতে যে শুণ্যতার সৃষ্টি হয়েছে তা কোন দিনও পূরণ হবার নয়। কম্পিউটারে বাংলা ভাষা প্রয়োগে আমার ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার প্রাপ্য সম্মান আদায়ের লড়াইতে তিনি ছিলেন আপোষহীন। আমার প্রিয় শিক্সকের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে একজন অভিভাবক হারালাম যা পূরণ হবার নয়। তিনি বলেন, ড. আনিসুজ্জামান তার কর্মের মাঝে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।