গুগল গ্রুপস আসছে নতুন ডিজাইনে

টেকআলো ডেস্ক:
গুগল গ্রুপস সাইটের জন্য নতুন ডিজাইন উন্মুক্ত করতে যাচ্ছে গুগল গ্রুপস ম্যাটেরিয়াল ডিজাইন। গুগল দাবি করেছে নতুন ডিজাইনে মোবাইল সাইট হবে আরও উন্নত।

গুগল গ্রুপস হলো গুগলের এমন একটি সেবা যেখানে গ্রাহক বিভিন্ন গ্রুপ সার্চ করতে পারেন । গ্রাহক একটি নির্দিষ্ট বিষয়ের ওপর গড়ে ওঠা বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে সেখানে নিজের মন্তব্য শেয়ার ও আলোচনায় অংশ নিতে পারেন।

মোবাইল সাইটে বড় পরিবর্তনের কারণে এর নকশা ডেস্কটপ সংস্করণের কাছাকাছি দেখাবে বলে দাবি করেছে গুগল। এর মাধ্যমে মোবাইল সাইটে সহজে গ্রুপ ব্রাউজ এবং সার্চ করার পাশাপাশি সদস্য ব্যবস্থাপনা এবং গ্রুপের আলোচনা পড়া যাবে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

গ্রুপের বার্তাগুলো লেবেল দিয়ে ফিল্টার এবং সার্চ করা যাবে। একত্রিত ইনবক্স ব্যবস্থার কারণে গুগল গ্রুপকে ইমেইল তালিকা হিসেবেও ব্যবহার করতে পারবেন গ্রাহক।
এ যাবত নতুন ডিজাইনের জন্য বেটা সংস্করণের পরীক্ষা চালাচ্ছিলো সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল।সামনের সপ্তাহেই সব গ্রাহকের জন্য নতুন নকশা উন্মুক্ত করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।