গুগল ক্রোম ব্যবহারকারীর জন্য সতর্কতা !

টেকআলো ডেস্ক:
গুগল ক্রোমের ২০০ কোটি ব্যবহারকারীর জন্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্কতা জানিয়েছেন এ নিয়ে গুগল ক্রোম ব্যবহারকারীর জন্য এনেছে একটি নতুন আপডেট । কিন্তু এই আপডেট নিরাপত্তা নিয়ে, ডেটা সুরক্ষার উদ্বেগ নিয়ে ওঠা কোনো বিতর্কের সমাধান করতে পারেনি ।আর এখন গুগলের সমস্যাটি আরও জটিল হয়ে পড়েছে এবং সে বিষয়ে একটি সতর্কতাও দিয়েছে যেটি সবার জানা উচিত।নিরাপত্তা বিশেষজ্ঞ শোপোস প্রথমে সমস্যাটির দেখা পান। এরপর গুগল খুব নিরবেই ক্রোমের এই ত্রুটি সম্পর্কে সতর্ক করে। এই ত্রুটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছে। তবে গুগল নতুন আপডেট এনেছে এই প্লাটফর্মগুলোর জন্য 81.0.4044.113 সংস্করণটি।মজার বিষয় হলো, গুগল এই আপডেটের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।এক ব্লগ পোস্টে গুগলের নতুন সংস্করণটির একটি কোডনেম প্রকাশ করেছে। তার নাম (CVE-2020-6457)।তবে কারা এই ত্রুটির কবলে পড়েছেন সেটি সহজেই দেখা যাবে। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীরা ক্রোমের 81.0.4044.113 আপডেটটি পাচ্ছেন।ক্রোমের সংস্করণটি দেখতে ব্রাউজার ওপেন করে উপরে ডানদিকে তিনটি ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখান থেকে Help > About এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন।যদি এই ভাবে না পেয়ে থাকেন তাহলে আপনার ব্রাউজারটি আপডেট করে নিতে পারেন। সূত্র:ইন্টারনেট