বাজারে এলজি মনিটরের নতুন চমক

টেকআলো প্রতিবেদক

বর্তমানে আইটি বাজারে নতুন নতুন পণ্যের চমক লেগেই আছে। আর তাই মনিটর বাজারকে আরও সমৃদ্ধ করতে গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আকর্ষণীয় এলজি মনিটর ৩৪ডাব্লিউ৯৫ইউ- ডাব্লিউ । আকর্ষনীয় এই মনিটরটি একটি আলট্রাওয়াইড মনিটর যা আপনাকে দিবে মনিটর ব্যবহারের অনন্য অনুভূতি। মনিটরটির সীমাহীন বিশেষত্বের মাঝে উল্লেখ্য যে এটি ন্যানো আইপিএস প্যানেল এ তৈরী ও ৫,১২০ x ২,১৬০ রেজ্যুলেশন সম্পন্ন। এছাড়াও এটিতে রয়েছে এইচডিআর ৬০০ এবং থান্ডারবোল্ট ৩ কানেকটিভিটি। ৩৪ ইঞ্চি আল্ট্রাওয়াইড পাতলা গড়নের এই মনিটরটি আপনার ইমেজ কোয়ালিটিকে দিবে এক নতুন মানদন্ড। এবং এর কালার এক্যুরেসি গ্রাহকদের বেশ নজর কেড়েছে। এর বর্তমান মূল্য ২ লক্ষ ২ হাজার টাকা এবং সাথে থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯৭৭৪৭৬৫৪৩, ০১৯৬৯৬৩৩২৯১।